-->

ads

একটি গাধা ও একটি কুয়োর গল্প

একদা এক গ্রামে এক ধনী কৃষক বাস করতো । কৃষকের একটি গাধা ছিলো। গাধাটি কৃষকটিকে কৃষি কাজে সাহায্য করতো । গাধাটির বয়স হয়ে গিয়েছিলো তবুও সামর্থ্য মতো কৃষকের কাজে সহায়তা করে আসছিলো । সবকিছু ঠিকঠাকই চলছিলো , কিন্তু একদিন হঠাত বিপত্তি ঘটলো ! গাধাটি বাড়ীর পাশে কুয়োয় পরে গেলো । যদিও কুয়োটি পানিশূন্য ছিলো । কুয়োয় পরে যাওয়ার বিষয়টি গাধাটির মনিব লক্ষ্য করলো এবং গাধাটিকে বাচাতে এগিয়ে আসলো। কিন্তু কুইয়োটি গভীর হওয়ার মনিব ব্যার্থ হলো এবং সিদ্ধান্ত নিলো পুরোনো কুয়োটি মাটি ভরাট করে বুজিয়ে ফেলবো যেহেতু কুয়োটি তার আর কাজে আসছিলো না । 

মনিব স্থির করলো যে গাধাটিরও বয়স হয়েছে,গাধা সহ কুয় ভরাট করার প্ল্যান করলো সে । যেই ভাবা সেই কাজ , কৃষক আরো কিছু লোকজন নিয়ে কুয়োতে মাটি ফেলতে শুরু করলো । ঠিক তখনি অবাক করা কিছু হলো, কুয়োতে মাটি ফেলতে দেখে গাধাটির অবস্থা আরো খারাপ হয়ে গেলো সে ভাবতে লাগলো যে শেষ রক্ষা বুঝি তার হলো না । মনে ব্যথাও পেলো এবং মনিবের প্রতি রাগঅ হলো , কারন এই মনিবকেই সে এতো দিন শ্রম দিয়ে সাহয্য করে আসছিলো । যখন কুয়োর মধ্যে মাটি এসে গাধাটির শরিরে পড়ছিলো গাধাটি তখন তার শরির ঝাড়া দিয়ে মাটি ফেলে দিচ্ছিলো । এভাবে কিছুক্ষণ পরে দেখা গেলো কুয়োটি সম্পূর্ণ ভরে গেলো এবং গাধাটি কুয়োর উপরে চলে আসলো এবং নতুন জীবন ফিরে পেলো ।

এখানে শিক্ষণীয় ব্যাপার হলো জীবনে চলার পথ মোটেও কাটামুক্ত নই । জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত আসবেই ।এমনও আছে আপনি বিপদে পড়লে আপনাকে বিপদ থেকে রক্ষা করার পরিবর্তে আপনার আপনজনেরাই আপনাকে আরোও বিপদে ফেলে দিবে ।কিন্তু একটা কথা মাথা রাখতে হবে যে জীবন আপনার, জীবনে ঘাত প্রতিঘাত আসবেই তাই বলে হার মেনে মুখ লুকিয়ে বসে থাকলে চলবে না । সকল পড়তিকুলতার মাঝেও নিজের প্রতি মনবল অটুট রেখে এগিয়ে যেতে হবে , তাহলেই আসবে জীবনের সফলতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ