-->

ads

৩য় শ্রেণী পাশ ঘুগনি বিক্রেতাকে নিয়ে পি.এইচ.ডি করছেন ৫ জন !

৩য় শ্রেণী পাশ ঘুগনি বিক্রেতাকে নিয়ে পি.এইচ.ডি করছেন ৫ জন ! এটা কিভাবে সম্ভব ? এমন প্রশ্ন আপনার মনে জাগতেই পারে । সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই কিছুনা কিছু গুনাগুণ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন । অল্প শিক্ষিত অনেক মানুষই আছে যারা তাদের নিজ গুণে হয়েছেন জগত বিখ্যাত । ঠিক তেমনই একজন গুণী কবি হলেন ভারতের হলধর নাগ । হলধর নাগকে নিয়ে বর্তমানে গবেষণা অর্থাত  পি.এইচ.ডি করছেন ৫ জন ।

গুণী এ লেখকের জীবনের শুরুটা মোটেও মশৃণ ছিলোনা । মাত্র ৩য় শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় হলধর নাগ তার বাবাকে হারায় । অল্প বয়সে বাবাকে হারিয়ে পড়া লেখা শিকায় উঠার উপক্রম হয়েছিলো হলধর নাগের । ছোট্র বয়স থেকেই মিষ্টির দোকানে কাজ করেছেন , শিখেছিলেন ঘুগনি বানানোর কাজও । পরবর্তিতে ঘুগনি বেচেই জিবিকা নির্বাহ করেছিলেন তিনি । কিন্তু শত প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি হলধর নাগের লেখার হাত । যখনই তার কলম চলেছে বেরিয়ে এসেছে তার সৃষ্ট অনবদ্য সব কবিতা । তার কবিতায় মুগ্ধ হয়েছেন পাঠক থেকে শুরু করে অনেক সাহিত্য সমালোচকও ।  ২০১৬ সালে কবি  তার মর্যাদা স্বরূপ ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যয়ের কাছ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ।

২০১৯ সালে তিনি সম্বলপুর বিশ্ববিদ্যালয় দেয় সাম্মানিক ডক্টরেট। তবু এখনো আগের মতই অনাড়ম্বর জীবন যাপনেই অভ্যস্ত লোক কবি রত্নহলধর নাগ।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে - 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ