দেশে এখন স্বাভাবিকভাবেই চলছে পাবলিক পরিবহন, করোনার ভয়াবহতা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরার পর থেকে একটা সময় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তিতে আবার চালুও করে দেওয়া হয় সরকারিভাবে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে। তার মধ্য প্রধান শর্ত ছিলো প্রতি দুই সিটে ১ জন যাত্রী বসবে, সেক্ষেত্রে যাত্রীকে বাড়তি ৬০ শতাংশ ভাড়াও গুনতে হবে। সবকিছু মেনে নিয়েই গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে এখন আর তোয়াক্কা করা হচ্ছে না কোন প্রকার স্বাস্থ্যবিধির।
যাত্রীরা প্রতি ২সিটে এক জন করে বসতে চাইলেও নানা অজুহাতে প্রতি সিটে ১জন করে যাত্রী নিচ্ছে পরিবহন শ্রমিকরা,সেক্ষেত্রে অমান্য করা হচ্ছে আরোপিত স্বাস্থ্যবিধি। সেই সাথে বার্ধিত ৬০শতাং ভাড়া জোরপূর্বক আদায় করছে পরিবহন শ্রমিকেরা। এতে করে ভোগান্তিতে পরছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের দাবি যেহেতু প্রতি সিটে ১জন করেই বসছে তাহলে বর্ধিত ৬০ শতাং ভাড়া কেনো কমানো হচ্ছে না?
বর্ধিত ৬০শতাংশ ভাড়া নিয়ে প্রতিনিয়তই যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতি পর্যন্ত ঘটে যাচ্ছে। এমনত অবস্থায় সাধারণ যাত্রীতেদের একটাই দাবী অতি দ্রুত বাসের বর্ধিত ৬০ শতাং ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া বহাল করা হোক।
0 মন্তব্যসমূহ