বাজারে কমলো সব ধরণের শীতকালীন সবজীর দাম
বাজারে
কমলো সব ধরনের সবজির দাম।২০২৫ সালের শুরু থেকেই রাজধানী ঢাকা সহ দেশের সব বাজারেই শীতকালীন সব রকমের সবজি উঠেছে এবং প্রতিটি সবজি বিক্রি হচ্ছে
একেবারে নাগালের মধ্যে। এসব সবজির মধ্যে টমেটো,সিম,ফুলকপি,বাঁধাকপি,আলু,পেঁয়াজ,কাঁচা,মরিচ,গাজর,বেগুন সব রকমের সবজির দামি যেন প্রশান্তির ছোয়া বয়েছে। শীতকালীন সবজির এমন নিম্নমুখী বাজার দরে খুশি সর্বসাধারণ ক্রেতা।
বাজার ভেদে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে যেটা পর্যালোচনা করে দেখা গেছে যে টমেটো বিক্রি হচ্ছে দেশী গুলো ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে ভালো
মানের সিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি্ দরে, বাঁধাকপি/ ফুলকপি প্রতি
পিস বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে,গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি
৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি
হচ্ছে ।
এছাড়াও আলু ও পেঁয়াজের
বাজারে বিগত কয়েক মাসের তুলনায় সর্বনিন্ম বাজার যাচ্ছে। আলু বিক্রি হচ্ছে মাত্র ২২ টাকা
কেজি দরে। বাজার ভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি
দরে।
যদিও ২০২৫ সালের জানুয়ারি মাসের শুরু থেকেই চাউলের বাজার কিছুটা উর্ধ্বমুখী ।
0 মন্তব্যসমূহ