মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ থেকে ১ কোটি
মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৯১০ জন । এর মধ্যে মৃত্যু বরন করেছে ৫৩ হাজার ২২৩ জন মানুষ ।
কিন্তু আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার ডাঃ বেন্দাফ মার্ফি। তথ্যযসূত্রঃ বিবিসি ।
ডাঃ বেন্দাফ মার্ফি বলেছেন ,বিশেজুড়ে কভিড-১৯ এ আক্রান্ত এখন ১০ লাখ ছাড়িয়েছে ।তবে আমার বিশ্বাস ,প্রকৃত সংখ্যাটা এর থেকে ৫ থেকে ১০ গুন বেশি।তার মতে করোনায় প্রকৃত আক্রান্ত ৫০ লাখ থেকে ১ কোটি ।
0 মন্তব্যসমূহ