-->

ads

কোভিড-১৯ করোনা ভাইরাস ইস্যুর কারনে বন্ধ আছে ফেসবুক মানিটাইজেশন

Facebook Monetization is off Due to COVID-19 Issue



ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের পাশাপাশি ফেসবুকও অনলাইনে ইনকামের খুব ভালো একটি প্লাটফর্ম। ইউটিউবের মতোই ফেসবুকেও আপলোড দেওয়া ভিডিও গুলোকে শর্ত শাপেক্ষে মানিটাইজেশনের মধ্যমে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ আছে ফেসবুকেও।

তবে সাম্প্রতিকসময়ে  কোভিড-১৯ করোনা ভাইরাস ইস্যুর কারনে বন্ধ আছে ফেসবুক মানিটাইজেশন,হ্যা আপনারা ঠিকই শুনছেন,বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ফেসবুক কতৃপক্ষ তাদের ভিডিও মানিটাইজশনের মাধ্যমে ইনকামের ফিচারটি বন্ধ রেখেছে। তবে শুধুমাত্র ইংরেজি ভাষার কন্টেন্ট বা ভিডিও গুলোর মানিটাইজেশন এপ্রুভ করছে ফেসবুক।অর্থাত ইংরেজি ছাড়া,বাংলা সহ আরো যতো রকমের ভাষার কন্টেন্ট আছে ফেসবুকে সেগুলোর রিভিউ আপাতত বন্ধ আছে।এর কারন হিসাবে ফেসবুক থেকে বলা হয়েছে করোনা ভাইরাসের কারনে সকল লোকাল অফিসের কার্যক্রম বন্ধ রেখেছে ফেসবুক।তারমানে হলো যাদের মাধ্যমে বাংলা ভিডিও গুলো রিভিউ তারা ছটিতে চলে গেছে, এর জন্য বাংলা বা অন্যান্য ভাষাভাষির ভিডিও গুলো মানিটাইজেশন হচ্ছে না।

তবে ফেসবুক থেকে বলে হয়েছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ