ফেসবুক ব্যবহারকারিরা তাদের ফেসবুকের টাইম লাইনে প্রায়ই বিভিন্ন পেজে পুল পোস্ট দেখে থাকবেন।পুল পোস্ট মুলত একটি প্রশ্ন বা মতামত যাচাই এর একটি পোস্ট, যেখানে একটি প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের নিচে ২টি বা ৩টি বা একাধিক অপশন থাকে, যেই অপশন গুলোতে ঠিক মার্ক বা সিলেক্ট করে ফেসবুক ব্যবহারকারিরা তাদের মতামত জানিয়ে দিতে পারেন।
তবে ফেসবুকে ব্যক্তিগত প্রফাইলে পুল পোস্ট করার অপশন নাই,এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের পেজ ব্যবহার করতে হবে।
অনেকেই হইতো জানেন আবার অনেকেরই অজানা এই পুল পোস্ট কিভাবে করতে হয় সেই সম্পর্কে।
খুবই সিম্পল পুল পোস্ট করা, তবে এর জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে।
নিচে একটি ভিডিও পোস্ট করা হলো, যদিও ভিডিওতে ইংরেজিতে (ইংরেজির উচ্চারণ খুবই খারাপ 😋) বর্ণনা করা আছে তবুও আপনার বোঝার জন্য যথেষ্ট।
যেভাবে ফেসবুকে পুল পোস্ট করবেন 👉
0 মন্তব্যসমূহ