-->

ads

বাংলাদেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪,০১৪

আজ সোমবার, ২৯ জুন, ২০২০ ইং , স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস-ব্রিফিংটি দুপুর ২ঃ৩০ এ অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        =  ১৪,৪১৩ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       =  ১৭,৮৩৭ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৭,৪৮,০৩৪ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ৪,০১৪ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ৪৫ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ২,০৫৩ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৪১,৮০১ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ১,৭৮৩ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৫৭,৭৮০ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,০২,৫৮,১৫১ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,০৪,৬১৩ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৫৫,৬৩,০৪০ জন


করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।


#স্বাস্থ্য_পরামর্শ

*******কাশি'র কারণ******

১.শ্বাসনালি আক্রান্ত বা সংক্রমণঃ

ক)ঠান্ডা বা অন্য কোনো ভাইরাল
খ)কাশির সঙ্গে জ্বর, কফ থাকলে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে,
গ)দীর্ঘদিনের (যেমন তিন সপ্তাহের বেশি) কাশি, ঘুসঘুসে জ্বর, ওজন  হ্রাস, কাশির সঙ্গে রক্ত যক্ষ্মার লক্ষণ হতে পারে।

২.ধুলাবালু থেকেঃ

হাঁপানি, অ্যালার্জি ও খুসখুসে কাশি শীতকালে  শুষ্ক  আবহাওয়ার কারণে সামান্য পরিমাণ ধুলাও তাৎক্ষণিক সমস্যা করতে পারে। যেমন চোখ জ্বালাপোড়া, খুসখুসে কাশি, হাঁচি, আল্যার্জিক রাইনাইটিস, হাঁপানি ইত্যাদি সমস্যা হতে পারে।শ্বাসকষ্ট নয়, কেবল কাশিও হতে পারে হাঁপানি বা অ্যাজমার লক্ষণ। রাতে কাশি বেড়ে যাওয়া, বুকে শব্দ ও পরিবারে হাঁপানির ইতিহাস থাকলে অ্যাজমা হতে পারে। । ধুলাবালু, ফুলের রেণু, এসির ঠান্ডা বাতাস ইত্যাদি কারণে কাশির প্রকোপ বেড়ে যায় তাহলে এটি অ্যালার্জিজনিত।
 

৩.এঅ্যাসিডিটি বা অম্লতাঃ

ভারী বা চর্বিযুক্ত খাদ্য খাওয়ার পর বুকে জ্বালাপোড়া বা টক ঢেকুরের সঙ্গে খুক খুক কাশিও হতে পারে। পাকস্থলীর অম্ল খাদ্যনালিতে উঠে এসে এই কাশির সৃষ্টি করে। অনেক সময় ঠান্ডাসর্দি লাগা থেকে নাকের পেছন দিক থেকে গলায় নিঃসরণের জন্য ইরিটেসন ও শুষ্ক কাশি হয়।
 

৪.ক্যানসারঃ

বয়স্ক ও ধূমপায়ী ব্যক্তিদের দীর্ঘদিনের কাশি, জ্বর, পুরোনো কাশির নতুন ধরন, কফের সঙ্গে রক্ত এসব উপসর্গ থাকবে
 

৫.হৃদরোগঃ

শরীরে পানি জমা, দুর্বলতা, সামান্য পরিশ্রমেই ক্লান্তি বা শ্বাসকষ্ট, কাশি
 

৬.ওষুধঃ

যেমন উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ সেবনের কারণেও কাশি এত দীর্ঘস্থায়ী হতে পারে

শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ