-->

ads

বাংলাদেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৮০৯

আজ রবিবার, ২৮ জুন, ২০২০ ইং , স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস-ব্রিফিংটি দুপুর ২ঃ৩০ এ অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        =  ১৭,০৩৪ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       =  ১৮,০৯৯টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৭,৩০,১৯৭ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ৩,৮০৯ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ৪৩ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ১,৪০৯ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৩৭,৭৮৭ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ১,৭৩৮ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৫৫,৭২৭ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,০১,০১৯৯৮ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,০১,৬৪৪ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৫৪,৭৫,১৫৩ জন


করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।


#স্বাস্থ্য_পরামর্শ

মাস্ক ব্যবহারে সতর্কতা



সার্জিক্যাল বা ঘরে তৈরি যেমন মাস্কই ব্যবহার করুন না কেনো তা যেন সঠিক মাপের পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে

স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে মাস্ক ব্যবহারের ত্রুটিগুলো তুলে ধরা হল

এসব বিষয়ে সচেতন হলে জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব

কেবল মুখ ঢাকে অথবা দুর্বল ফিল্টার সমৃদ্ধ মাস্ক ব্যবহার: সার্জিক্যাল বা ঘরে তৈরি মাস্ক যেটাই ব্যবহার করুন না কেনো তা যেন নাক মুখ সম্পূর্ণভাবে ঢাকে সেদিকে খেয়াল রাখতে হবে

শুধু মুখ ঢাকে এমন মাস্ক ব্যবহার করলে জীবাণু নাকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে এছাড়াও মাস্ক যদি মাপ মতো না হয় তাহলে তা সঠিক সুরক্ষা দিতে পারবে না তাই নাক মুখ ঢাকে এমন মাপ মতো মাস্ক ব্যবহার করা উচিত

ভুল সময়ে মাস্ক খোলা: মাস্ক ব্যবহারের অন্যতম ভুল হল, ভুল সময়ে মাস্ক খুলে ফেলা ঘর থেকে বাইরে যাওয়ার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত তাহলে হাত থেকে মাস্কে জীবাণু যাওয়ার ঝুঁকি থাকবে না একইভাবে বাসায় ফিরেই মাস্ক খুলে ফেলা যাবে না প্রথমে হাত ভালোভাবে পরিষ্কার করে মাস্কের ফিতা ধরে খুলতে হবে মনে রাখতে হবে, প্রতিবার মাস্ক ব্যবহার করার পরে তা সাবান-পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে যাতে জীবাণুনাশ হয়

মাস্ক স্পর্স করা: মাস্ক পরা বা খোলার জন্য এর ফিতার অংশ ব্যবহার করুন মাস্কের ভেতরের অংশের মতো বাইরের অংশও স্পর্শ করা ঠিক নয় এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে


শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ