-->

ads

দেশে বিগত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেলো ১,৯৫৩ জন


দেশে বিগত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেলো ১,৯৫৩ জন । আজ মঙ্গলবার, ০৭ জুলাই,ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংটি অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো - 

আজ ৭৪ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        =  ১৩,৪৯১ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       =  ১৩,১৭৩ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৮,৭৩,৪৮০ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ৩,০২৭ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ৫৫ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ১,৯৫৩ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৬৮,৬৪৫ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ২,১৫১ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৭৮,১০২ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,১৭,৫৬,০৯৩ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,৪১,০৭৯ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৬৭,৫২,৬৭৫ জন


করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।

****** বিশেষ শতর্কতা ******

চিংড়ি মাছে জেলি ঢুকিয়ে প্রতারনা করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ।যদিও চিংড়ি মাছে জেলি ঢুকিয়ে প্রতারনার ব্যাপারটা নতুন না । চিংড়ি মাছ কিনে এমন প্রতারণার শিকার হয়েছেন জনাব আদনান আল ফয়সাল রুমন এর বাবা। চিংড়ি মাছ কিনে প্রতারিত হয়ে ফেসবুকে পোস্ট করে তিনি  প্রতারিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। ফেসবুকে করা তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো -
 

# গতকাল আব্বু বাসর সামনে থেকে সকালে এই চিংড়ি মাছ গুলো আম্মুর কাছে কিনে দিয়ে অফিসে চলে যায়, এর পর আমি একটা কাজে বাইরে চলে যাই বাসায় ফিরে এসে আম্মু বল্লো 
এই চিংড়ি মাছের ভিতর কাটার সময় জেলির মতো কি যেন পেয়েছে, বাকি জিনিস গুলো দেখতে চাইলে আম্মু বল্লো জিনিস গুলো ফেলে দিয়েছে।



পর দিন আবার যখন মাছ গুলো কাটতে যাবে তখন আমাকে ডাক দিলো এর পর বাকিটা দেখে মন টা খারাপ হয়ে গেছে..!! দেখলাম মাছ গুলো কাটার সাথে সাথে জেলি বের হচ্ছে..!! প্রত্যেকটি মাছ থেকে জেলি বের হচ্ছে কাটার সময়।

এরা অল্প কিছু টাকার জন্য মানুষের সাথে এভাবে প্রতারণা করছে। এই মহামারী পরিস্থিতির মধ্যে এতটুকু মানবতার বিন্দু মাত্র বালাই নেই, এরা বুঝেনা যে তােদের পরিবারের মত আমাদেরও একটা পরিবার আছে, তারা কখন চাইবেনা তাদের পরিবারের কোনো মানুষ ভেজাল খাদ্য আহার করুক। তাহলে কেন আমাদের সাথে এমনটা হবে, আমরা কি মানুষ না...!!

সময় থাকতে আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে..!!



#পরিশেষে এতটুকু বলবো যে, এই সব জালিয়াতি বন্ধ না হলে আমাদের পরের প্রজন্মের জন্য ভালো কিছু থাকবে না...!!!

#ধন্যবাদ

শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ