আজ সোমবার, ০৬ জুলাই , ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংটি অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।আজ তথ্য উপস্থাপনের আগে বন্যা কবলিতদের টিউবয়েলের নিরাপদ পানি পানের পরামর্শ দেন অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -
আজ ৬৪ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।
বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ = ১৫,২০১ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা = ১৪,২৪৫ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা = ৮,৬০,৩০৭ টি
বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------
* নতুন করোনা শনাক্ত = ৩,২০১ জন
* নতুন মৃত্যু হয়েছে = ৪৪ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ৩,৫২৪ জন
বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,৬৫,৬১৮ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে = ২,০৯৬ জন* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৭৬,১৪৯ জন
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,১৫,৭১,৭২০ জন* সর্বমোট মৃত্যু হয়েছে = ৫,৩৭,০৪৫ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৬৫,৪২,৭০৮ জন
বিশ্বব্যাপী খুব দ্রুততার সাথেই বাড়ছে করোনা আক্রান্তের সংক্যা । এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক কোটি পনের লক্ষ একাত্তর হাজার সাতশত বিশ জন।এ প্রানঘাতী ভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ সাইত্রিশ হাজার পয়তাল্লিশ জনের।তবে সুস্থতার সংখ্যাটিও একেবারে কম নয়,এখনও পর্যন্ত সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা পেয়েছে ৬৫,৪২,৭০৮ জন ।
করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।
0 মন্তব্যসমূহ