করোনা ভাইরাস থেকে মুক্তি পেলো নতুন আরো ৩,৭০৬ জন ।আজ বৃহস্পতিবার, ০৯ জুলাই,ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো
আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংটি
অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -
আজ ৭৬ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।
বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ = ১৫,৮৬২ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা = ১৫,৬৩২ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা = ৯,০৪,৭৮৪ টি
বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------
* নতুন করোনা শনাক্ত = ৩,৩৬০ জন
( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২১.৪৯ শতাংশ )
( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২১.৪৯ শতাংশ )
* নতুন মৃত্যু হয়েছে = ৪১ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ৩,৭০৬ জন
বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,৭৫,৪৯৪ জন।
( মোট শনাক্তের হার ১৯.৪৭ শতাংশ )
* সর্বমোট মৃত্যু হয়েছে = ২,২৩৮ জন( মোট শনাক্তের হার ১৯.৪৭ শতাংশ )
( শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৮ শতাংশ )
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৮৩,৫৪৪ জন
( শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ )
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,২১,৭৩,২৯৯ জন* সর্বমোট মৃত্যু হয়েছে = ৫,৫২,১৮৩ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৭০,৭১,৭৮৬ জন
করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।
********** ভালো কিছু **********


ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম উচুঁ
করার কাজ চলছে। যাত্রীবাহী ট্রেন, বিশেষ করে ব্রডগেজ ট্রেনগুলোর কোচের দরজা এবং প্লাটফর্মের মেঝের দূরত্ব
মোটামুটি একটু বেশিই। এতে মহিলা যাত্রী, রোগী, শিশু, বৃদ্ধদের ট্রেনে উঠতে বেগ পেতে হত। এ কারণে বাংলাদেশ রেলওয়ে এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ।
করোনা ভাইরাস পরিস্থিতিতে বিমানবন্দর স্টেশন
বন্ধ থাকায় নির্বিঘ্নে উন্নয়নের কাজ চলছে।
0 মন্তব্যসমূহ