-->

ads

আজ সেই ভয়াল ১৭ই আগস্ট

আজ ১৭ই আগস্ট ইংরেজি ২০২০ সাল, আজ থেকে ১৫ বছরের আগে ঠিক আজকের তারিখটিতেই বাংলাদেশে ঘটে গিয়েছিলো ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা৷ নিজেদের অস্তিত্বের কথা জানান দিতে দেশ জুড়ে একযোগে বোমা হামলার ঘটনা ঘটিয়েছিলো ততকালিন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ অর্থাত জেএমবি নামক সংগঠনটি।


২০০৫ সালের ১৭ই আগস্ট,ঘড়ির কাটায় ঠিক সকাল ১১.৩০ মিনিট, রাজধানী ঢাকা সহ দেশের ৬৩টি জেলার ৫০০টি স্পটে চালানো হয়েছিলো এই বোমা হামলার ঘটনা। গোটা দেশ কেপে ওঠে এই বর্বোরচিত অতর্কিত বোমা হামলায়। বোমা হামলা চালানো হয় দেশের বিভিন্ন জেলার প্রসক্লাব সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে। এই বোমা হামলায় ২ জন প্রাণ হারায়, আহত হয় ১৫০ জনেরও অধিক মানুষ। 


এই বোমা হামলার প্রাক্ষিতে দেশব্যাপী মোট ১৬১টি মামলা দায়ের করা হয় হামলাকারী সংগঠনটির বিরুদ্ধে, যার মধ্যে এখনও পর্যন্ত ১০২টি  মামলার নিষ্পত্তি হয়েছে। 

শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ মোট ৩৫ জন জংগীকে ফাঁসির রায় দেওয়া হয়। ১৩১ জনকে  জনকে যাবজ্জীবন এবং ১৮৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই সমস্ত মামলা থেকে খালাস দেওয়া হয় ২১৮ জনকে।

আমরা ধিক্কার জানায় ইতিহাসের এমন ন্যক্কারজনক হামলাকে।   



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ