-->

ads

২০২০ সালে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা - পর্ব ১


 ২০২০ এর ক্যালেন্ডার থেকে ১টি করে দিন চলে যাচ্ছে এবং গোটা বিশ্ব ভয়ার্ত ২০২০ সালকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে । ২০২০ সালে বিশ্বব্যাপী ঘটে গিয়েছে একের পর এক ঘটনাবহুল সব ঘটনা। ২০২০ সালে  বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনাগুলো নিয়ে আলোচনা করবো আজকের পর্বে ।


২০২০ সালে  বাংলাদেশে ঘটে যাওয়া সবচাইতে আলোচিত এবং ভয়াবহ ঘটনা প্রাণঘাতী করোনা


ভাইরাসের হানা । সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মরন ছোবল বসিয়েছে করোনা ভাইরাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার জনেরও অধিক । আক্রান্তের হিসাবে বিশ্বে ২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ । মৃতের সংখ্যাটাও নিছক কম না,এখনও পর্যন্ত ৭ হাজার ৪'শ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই। তবে স্বস্তির খবর যে, এই মহামারি থেকে বেচে ফিরেছে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। বহু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে এই মরন ব্যাধির ভ্যাকসিন এরই মধ্যে আবিষ্কৃত হয়ে গেছে ।   এই ভ্যাকসিনের সফল প্রয়োগে এবং সৃষ্টিকর্তার মেহেরবানীতে ২০২১ সালেই বিশ্ব করোনা মুক্ত হবে এমনটা সবার প্রত্যাশা ।


২৯ জুন,২০২০ বাংলাদেশের জন্য আরও একটি বেদনা দায়ক দিন।

দিনের আলোয় ৩৪ জনকে পানিতে ডুবে মরতে দেখেছে বাংলাদেশ ।  রাজধানীর ঢাকার শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে মর্মান্তিকভাবে ৩৪ জনের মৃত্যু হয়।

 

 


৪ সেপ্টেম্বর,২০২০ নামাজরত অবস্থায় আগুনে পুড়ে ৩১ জন মুসল্লির মর্মান্তিক মৃত্যু ২০২০ সালে  বাংলাদেশে ঘটে যাওয়া আরও একটি উল্লেখযোগ্য  ঘটনা।নারায়নগঞ্জের ফতুল্লায় মসজিদের পাশের তিতাস গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস নিঃসরণের ফলে সংগঠিত বিস্ফোরণ এবং অগ্নিকান্ডে অন্তত ৩১ জন নিহত হয়।

 


ঘূর্ণিঝড় আম্পান ২০২০ সালে  বাংলাদেশে ঘটে যাওয়া আরও একটি আলোচিত ঘটনা। ২০ মে,২০২০ ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে । এতে নিহত হয় ১৬ জন। 

 


২০২০ সালে গোটা দেশ দেখেছে পুলিশের হাতে সাবেক সেনা সদস্য, মেজর (অব.) সিনহা রাশেদ হত্যার ঘটনা। 

পরিচয়বিহিন  লাশ , ধর্ষণ এবং নারী নির্যাত বহু ঘটনার সাক্ষী হতে হয়েছে ২০২০ সালের বাংলাদেশকে। 


গ্লোব বায়োটেকের করোনার ভ্যাকসিন এবং পদ্মা সেতুর উপর বসে যাওয়া সর্বশেষ ৪১ তম স্প্যান ২০২০ সালের বাংলাদেশের সবচাইতে বড় অর্জন। ২০২০ সালের এমন কিছু অর্জনের কথা জানবো ২য় পর্বে।তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ