জেদ্দা নিউজ - সৌদি গণমাধ্যম সূত্রে জানা যায় গেলো শনিবার ৩ এপ্রিল ২০২১ জেদ্দা শহরে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য ৯৮টি বাণিজ্যিক আউটলেট বন্ধ করা হয়েছে ।
সৌদি সরকার এই অভিযান পরিচালোনা করে । সঠিক ভাবে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য মোট ৩,৭৭৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় ।
অভিযান পরিচালোনাকালে মোট ১৫৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয় যেখানে সঠিকভাবে
কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলোনা । এ সমস্ত প্রতিষ্ঠান গুলোতে মানুষের অতিরিক্ত ভীড় লক্ষ করা হয় যা কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছিলো । এর মধ্য থেকে অধিক বিপদজনক ৯৮টি প্রতিষ্ঠানকে তাতক্ষনিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া সৌদি সরকার সাধারণ জনগণের কাছে অনুরোধ জানায় কোথাও কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র চোখে পড়লে সাথে সাথে ৯৪০ নম্বরে কল করে অভিযোগ জানাতে ।
1 মন্তব্যসমূহ
They’ll gladly train you, and would possibly even show you the way to|tips on how to} play your playing cards right should you ask them. You see, sellers make plenty of their cash by way of 카지노사이트 player tips, so it’s of their finest curiosity that you just can} do nicely. It’s finest to do this when the table is empty so you’re not slowing down play for others, but most individuals might be understanding or move to a different table. Casino nights is a group of well-designed video games that can be be} enjoyed by way of Xbox.
উত্তরমুছুন