-->

ads

আগামী ২৫ এপ্রিল আসতে পারে কাংখিত বিজয় বললেন- স্বাস্থ্যমন্ত্রী

আগামী ২৫ এপ্রিল আসতে পারে কাংখিত বিজয় বললেন- স্বাস্থ্যমন্ত্রী

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কস্ট করে হলেও যদি আমরা ঘরে থাকি তাহলে আমাদের বিজয়ি হওয়ার সম্ভাবনা আছে বলেন- স্বাস্থ্যমন্ত্রী।
আজ ১৯ এপ্রিল,রবিবার, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক,এ সময় মাননীয় মন্ত্রী মহোদয় দেশে বিগত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট তুলে ধরেন।মন্ত্রী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন - আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কস্ট করে হলেও যদি আমরা ঘরে থাকি তাহলে আমাদের বিজয়ি হওয়ার সম্ভাবনা আছে

দেশের বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট দেওয়া হলো -
👉 নতুন আক্রান্ত            = ৩১২ জন
👉 নতুন মৃত্যু হয়েছে       = ৭ জন 
👉 নতুন সুস্থতা পেয়েছে  = ৯ জন
------------------------------------------------------------------
🇧🇩 সর্বোমোট  👉 আক্রান্ত          = ২৪৫৬ জন     
                      👉 মৃতের সংখ্যা    = ৯১ জন     
                      👉 সুস্থতা পেয়েছে =  ৭৫ জন         

ডেস্ক রিপোর্ট - আপন টিভি ডট প্রেস     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ