অভিনব পদ্ধতিতে ফেনসিডিল পাচার!
প্রাণঘাতি করোনা ভাইরাসে কাপছে গোটা দেশ এমনক গোটা বিশ্ব। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা,সেই সাথে পাল্লা দিয়ে বারছে মৃতের সংখ্যাও।এই ভয়াভয়তার মাঝেও থেমে নেই চোরাকারবারিরা।
যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা থানায় আটক করা হয় এক ফেনসিডিল চোরাকারবারিকে,তার বয়স ২১ বছর। জীবানুমুক্ত স্প্রে ছিটানোর মেশিন ব্যবহার করে ঘটানো হয়েছে এমন কর্ম।এই অভিনব কৌশল দেখে অবাক হয়েছেন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেও।
নিজের এলাকাকে জীবানুমুক্ত করার অজুহাতে ড্রামে জিবানুনাশক স্প্রের পরিবর্তে ফেনসিডিলে ড্রাম ভর্তি করে নেয় এই চোরাকারবা। তবে বিধি বাম,চোরাকারবারির এই অভিনব বুদ্ধি ফাকি দিতে পারেনি চৌগাছা থানার পুলিশের চোখকে। অপরাধি ধরা পরে যায় জীবাণুনাশকের ড্রামে ভর্তি ফেনসিডিল সহ।
0 মন্তব্যসমূহ