স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -
বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ = ১৫,০৫৯ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা = ১৫,১৫৭ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা = ৭,০১২,৯৮ টি
বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------
* নতুন করোনা শনাক্ত = ৩,৫০৪ জন
* নতুন মৃত্যু হয়েছে = ৩৪ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ১,১৮৫ জন
বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,৩৩,৯৭৮ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে = ১,৬৯৫ জন* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৫৪,৩১৮ জন
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ৯৯,১৯,৫৫৯ জন* সর্বমোট মৃত্যু হয়েছে = ৪,৯৭,২৫৫ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৫৩,৭২,৯৯৮ জন
করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।
#স্বাস্থ্য_পরামর্শ
আপনার ব্যাবহার করা সাধারন মাস্কটি যেভাবে জীবাণুমুক্ত করবেন

সবচাইতে ভালো উপায় হলো নিজেই কয়েকটি মাস্ক বানিয়ে নেওয়া। তবে সেই মাস্কগুলো
পরিষ্কারও করতে হবে। আর তা কীভাবে পরিষ্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করতে হবে সেই
উপায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
পাত্রে পরিষ্কার করতে পারেন: বড় একটি পাত্রে গরম
পানিতে সাবান গুলে নিতে হবে। তাতে মাস্কগুলো ভিজিয়ে রাখতে হবে অন্তত পাঁচ মিনিট। পরে
তা তুলে নিয়ে ভালোভাবে রোদে শুকাতে হবে।
ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেন: প্রথমেই মাস্কগুলোকে
একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। ব্যাগের মধ্যে রেখে পরিষ্কার করলে মাস্কের ‘ইলাস্টিক’
নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। ‘ওয়াশিং মেশিন’য়ে সাধারণ ‘লন্ড্রি ডিটারজেন্ট’ই ব্যবহার
করতে পারবেন, তবে পানি হতে হবে গরম। ‘ড্রায়ার’য়ে শুকালে তাপমাত্রা বাড়িতে নিতে হবে।
ওভেনে জীবাণুমুক্ত করতে পারেন: আপনার মাস্কটি যদি
‘ফ্লেমেবল’ বা দাহ্য না হয় এবং মাস্কা বাঁধার জন্য ইলাস্টিকের পরিবর্তে যদি সাধারণ
কাপড়ের ফিতা থাকে তবেই শুধু তা ওভেনে জীবাণুমুক্ত করা সম্ভব। ওভেনে ১৫৮ ডিগ্রি তাপমাত্রায়
আধা ঘণ্টা গরম করতে হবে। বৈদ্যুতিক ইস্ত্রিতে ‘মিডিয়াম’ বা মাঝারি তাপমাত্রায় আধা ঘণ্টা
গরম করলেও জীবাণুমুক্ত হওয়া সম্ভব।
শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ