-->

ads

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের মৃত্যু

আজ শনিবার, ১১ জুলাই,ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো - 

আজ ৭৭ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        = ১১,৪৭৫ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       = ১১,১৯৩ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৯,২৯,৪৬৫ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ২,৬৮৬ জন
 ( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২৪.০০ শতাংশ )
 
* নতুন মৃত্যু হয়েছে       = ৩০ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ১,৬২৮ জন
( শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৬০ শতাংশ )   

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৮১,১২৯ জন।
( মোট শনাক্তের হার ১৯.৪৯ শতাংশ )  
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ২,৩০৫ জন
( শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৭ শতাংশ )

* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৮৮,০৩৪ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,২৬,৩৯,৬৯৫ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,৬৩,১৩৭ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৭৩,৭৭,৭৮৩ জন
করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।

এবার শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাড়াল পুলিশ সদস্যরা 💕

 করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব । বাংলাদেশের অবস্থাও ব্যাতিক্রম কিছু নয় । করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেই বাংলাদেশ পুলিশের সদস্যরাও করে চলেছেন একের পর এক প্রশংশনীয় সব কাজ । সোশ্যাল মিডিয়ার কল্যানে যা অনেকেই দেখে থাকবেন । এমনই প্রশংসনীয় মহত কাজের দৃশ্য দেখতে পাচ্ছেন এই ভিডিওতে । ঘটনাটি যশোর জেলার চোগাছা থানার । ভিডীওতে দেখা যায় বাংলাদেশ পুলিশের চোগাছা থানার একদল সদস্য ছুটে চলেছেন শতবর্শষ বয়সী একজন অসহায় বৃদ্ধ মায়ের বাড়ীতেম সাথে ছিলো তাদেরই বেতনের টাকায় কেনা বৃদ্ধ মায়ের জন্য ১টি চাউলের বস্তা । এর আগেও এই বৃদ্ধ মাকে সাহায্য করে গেছেন পুলিশের এই সদস্যরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ