স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -
আজ ৭৭ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।
বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ = ১১,২১০ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা = ১১,০৫৯ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা = ৯,৪০,৫২৪ টি
বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------
* নতুন করোনা শনাক্ত = ২,৬৬৬ জন
( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২৪.১১ শতাংশ )
( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২৪.১১ শতাংশ )
* নতুন মৃত্যু হয়েছে = ৪৭ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ৫,৫৮০ জন
( শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৬০ শতাংশ )
( শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৬০ শতাংশ )
বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,৮৩,৭৯৫জন।
( মোট শনাক্তের হার ১৯.৫৪ শতাংশ )
* সর্বমোট মৃত্যু হয়েছে = ২,৩৫২ জন( মোট শনাক্তের হার ১৯.৫৪ শতাংশ )
( শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২১ শতাংশ )
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৯৩,৬১৪ জন
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------
* সর্বমোট করোনা শনাক্ত = ১,২৮,৫৬,২৩৬ জন* সর্বমোট মৃত্যু হয়েছে = ৫,৬৭,৯১৩ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে = ৭৪,৮৭,৮৯৫ জন
করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।
***** বিশেষ সতর্কতা *****
হাওরে মৃত্যুর কারনে কিশোরগঞ্জের নিকলি মিঠামইন অষ্টগ্রাম হাওর বন্ধ ঘোষণা
গতকাল, ১১ জুলাই ঢাকা থেকে ঘুরতে আসা একটা বড় গ্রুপ সন্ধ্যার
পরে ট্রলার নিয়ে হাওরে ঘুরাঘুরির সময় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে একজন
পর্যটক নিখোঁজ হয়ে যায়। আজ দুপুর পর্যন্ত তার লাশ অনুসন্ধান করে পাওয়া যায়নি।
আজ সকাল থেকে অষ্টগ্রাম মিঠামইন যাবার সবগুলো ঘাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
কিছুক্ষণ পরপর ঘাটগুলোতে পুলিশ টহল দিচ্ছে। আজ দেখা যায় নড়াইল থেকে আসা একটা বাইকার
গ্রুপকে ডুকতে দেয়নি পুলিশ। এই রকম শত শত বাইকারদেরকে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
তাই কেউ যদি কিশোরগঞ্জ ঘুরতে আসার পরিকল্পনা
করেন অবশ্যই তা বাতিল করুন।
0 মন্তব্যসমূহ