-->

ads

দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা,বাড়ছে সুস্থতার সংখ্যাও

দেশে এক দিকে যেমন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা অন্যদিকে বাড়ছে চিকিৎসা সেবার মাধ্যমে করোনা থেকে সুস্থতার সংখ্যা । বিগত কয়েক দিনের পরিসংখ্যান অনুযায়ী দেশে তুলনামুলক ভাবে সুস্থতার হার বেড়েছে,যেটা অবশ্যই আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির সংবাদ । এরই মধ্যে বাংলাদেশের গ্লোব বায়োটেক তাদের করোনার প্রতিষোধক হিসাবে ভেকসিন আবুষ্কারেরও ঘোষনা দিয়েছে। আজ শনিবার ,জুলাই মাসের ৪ তারিখ , ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংটি অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো - 

আজ ৬৪ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        =  ১৩,৮৭১ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       =  ১৪,৭২৭ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৮,৩২,০৭৪ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ৩,২৮৮ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ২৯ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ২,৬৭৩ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৫৯,৬৭৯ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ১,৯৯৭ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৭০,৭২১ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,১২,০৪,৮৭৩ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,২৯,৩৮০ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৬৩,৫৪,২১৯ জন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে খুব দ্রুততার সাথে আক্রান্তের সংখ্যে বেড়েই চলেছি।বিগত ১ সপ্তাহেরও কম সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হইয়েছে ১২ লাখের অধিক মানুষ । এরই মধ্যে মৃত্য হয়েছে ৫ লাখ ২৯ হাজার তিনশত আশি জন ।

করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।

শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ