-->

ads

Walton Primo S7 Pro Evaly 100% Cash Back Offer


Walton এবং Evaly এই ঈদে ক্রেতাদের জন্য নিয়ে এলো সুবর্ন সুযোগ । এই সুযোগে ওয়ালটনের আপকামিং  Walton Primo S7 Pro হ্যান্ডসেটটি কেনা যাবে সম্পূর্ণ্য বিনামূল্যে! কি অবাক হচ্ছেন ? অবাক হওয়ারই কথা । আপনাদের পছন্দের #WaltonPrimoS7Pro হ্যান্ডসেটটি যদি আপনি #Evaly এর মাধ্যমে কিনেন তাহলে আপনি পাচ্ছেন ১০০% ক্যাশব্যাক পাবেন ।

আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই  #100%cashback এর টাকা কিভাবে পাবেন বা কিভাবে ইভ্যালিতে আপনার পছন্দের #WaltonPrimoS7Pro হ্যান্ডসেটটি অর্ডার করবেন । আবার অনেকেই প্রশ্ন করেন যে পেমেন্ট কিভাবে করবো ? আপনাদের সব প্রশ্নের জবাব থাকছে এই পোস্টে ।

#Evaly থেকে কিভাবে পণ্য অর্ডার করতে হয় ?

উত্তর - Evaly অ্যাপস এর মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর ব্যবহার করে খুব সহজেই আপনার ইভেলি একাউন্টের মাধ্যমে অর্ডার করতে পারবেন ।

#Evaly থেকে ক্রয় কৃত পণ্যের মূল্য কিভাবে পরিশোধ করতে হয় ?

উত্তর - খুব সহজেই বিকাশ বা ডেবিট কার্ডের মাধ্যমে ঘরে বসেই মূল্য পরিশোধ করতে পারবেন ।

#১০০%ক্যাশব্যক এর মানে কি ?

উত্তর - ১০০% ক্যাশব্যাক মানে হলো আপনি আপনার পছন্দের পন্যটির নির্ধারিত মূল্য পেমেন্ট করলে ঠিক সমপরিমান অর্থ আপনি ফেরত পাবেন ।

#Evaly কি ক্যাশব্যক এর টাকা নগত ফেরত দেয় ?

উত্তর - না । ইভেলি আপনাকে নগত টাকা ফেরত দিবে না । ক্যাশব্যাকের টাকা আপনা ইভ্যালি ব্যলেন্সে ৭২ ঘন্টার মধ্যে যোগ হয়ে যাবে । এই ব্যালেন্সের টাকা আপনি অন্য প্রডাক্ট অর্ডার করার সময় ব্যবহার করতে পারবেন ।

#Evaly ক্যাশব্যাকের টাকা কিভাবে ব্যবহার করতে হয় ।

উত্তর - ক্যাশব্যাকের টাকা ৭২ ঘন্টার মধ্যেই গ্রাহকের ইভেলি একাউন্টে ব্যালেন্স হিসাবে জমা হয়ে যায় । এই ব্যলেন্সের টাকা দিয়ে পরবর্তিতে কোন পন্য কেনার সময় পন্যের মূল্যের ৬০% টাকা পরিশোধ করা যাবে কিন্তু শর্ত হলো বাকী ৪০% টাকা আপনাকে নগদ পরিশোধ করতে হবে ।

#Evaly এর পেমেন্ট বিকাশে করবেন নাকি কার্ডের মাধ্যমে ?

উত্তর - ২ ভাবেই করতে পারবেন তবে বিকাশের পরিবর্তে বিভিন্ন ব্যংকের ডেবিট কার্ড ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত আরো ২০% ক্যাশব্যাক ।

#WaltonPrimoS7Pro এর ১০০% ক্যাশব্যাকের হিসাবটি বুঝিয়ে দেন ?

উত্তর - Walton Primo S7 Pro হ্যান্ডসেটটির অফিশিয়ালি মূল্য ধরা হয়েছে  ২০৫০০ টাকা । বিকাশে পেমেন্ট করলে আপনাকে ২০৫০০ টাকি পেমেন্ট করতে হবে । তবে আপনি যদিও দেশিও কোন ব্যাংক এর ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ১৮৫০০ টাকা দিতে হবে অর্থাত আপনি পেয়ে যাবেন ২০% অতিরিক্ত ক্যাশব্যাক । পেমেন্ট করার ৭২ ঘন্টার মধ্যেই ১০০% ক্যাশব্যাক অর্থাত ২০৫০০ টাকা পেয়ে যাবেন আপনার ইভেলি ব্যলেন্সে । এই ব্যালেন্সে টাকা দিয়ে পরবর্তিতে আপনি ইভেলি থেকে অন্যান্য পন্য ক্রয় করতে পারবেন ।

#Evaly থেকে অর্ডারকৃত পণ্য ডেলিভারির সময় সিমা কি ?


উত্তর - ইভেলি থেকে অর্ডারকৃত পণ্য ৭-৪৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি করা হয় । অনেক সময় আগেও ডেলিভারি পাওয়া যায় । তবে পণ্যের মজুদ না থাকার ক্ষেত্রে ডেলিভারিতে অধিক বিলম্ব হতে পারে । আপনাদের জন্য আমার ব্যাক্তিগত পরামর্শ থাকবে যে ইভেলি থেকে পণ্য কিনতে হলে আপনাকে ধৈর্য ধারন করতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ