-->

ads

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট

  দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিলো গতো ৮ মার্চ ।  এরই মধ্যে পার হয়েছে দীর্ঘ দিন এবং আজ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাকাশিত হয়েছে দেশে করোনা ভাইরাসের ১৬৫ তম দিনের রিপোর্ট । দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা । এরই মধ্যে বাংলাদেশ বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় উঠে এসেছে ১৬তম অবস্থানে । ২ লক্ষ ৯০ হাজার ৯৫৮ জন শনাক্তের সংখ্যা নিয়ে এই তালিকার ১৫তম অবস্থানে আছে পাকিস্তান এবং ৫৭ লক্ষের অধিক আক্রান্তের সংখ্যা নিয়ে এই তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তারাষ্ট্র। করোনায় মৃতের তালিকায়ও শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ।
 
আজ ২০ আগস্ট , বৃহস্পতিবার। দেশে বিগত ২৪ ঘন্টার ফলাফল -
# গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা = ১৪ হাজার ৫৯টি
# গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত = ২ হাজার ৮শ ৬৮ জন
# গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে = ৪১ জন
# গত ২৪ ঘন্টায় সুস্থতা পেয়েছে = ৩ হাজার ২শ ৫৩ জন
 
বাংলাদেশে করোনা ভাইরাসে সর্বোমোট হিসাব - 
# মোট নমুনা পরিক্ষা = ১৪ লাখ ৭ হাজার ৫৫৬ জন
# মোট শনাক্ত = ২ লাখ ৮৭ হাজার নয়শত ৫৯ জন
# মোট মৃত্যু = ৩ হাজার ৮শ ২২ জন
# মোট সুস্থ্য =১ লাখ ৬৮ হাজার ৯শ ৯১ জন
আমাদের সকলেরই উচিত স্বাস্থ্যবিধি গুলো যথাযথ ভাবে মেনে চলা । নিয়মিত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া, মাস্ক পরিধান করা । বিশেষ করে পরিবারের ছোটো সদস্যদের প্রতিও বিশেষ নজর রাখতে হবে ।

বিশ্যব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট- 

# বিশ্বব্যাপী মোট শনাক্ত = ২ কোটি ২৬ লক্ষ দুই হাজার ৯৮ জন ।
# বিশ্বব্যাপী মোট মৃত্যু = ৭ লক্ষ ৯১ হাজার চারশ এক জন ।
# বিশ্বব্যাপী মোট সুস্থ্য = ১ কোটি ৫৩ লক্ষ ১৯ হাজার ৭৬ জন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ