যদি ৮ হাজার - ৯ হাজার টাকা বাজেটের মধ্যে বাজারের সবচেয়ে সেরা স্মার্টফোনটি আপনি কিনতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য । অল্প বাজেটের বেশ কিছু স্মার্ট ফোন বাজারে আছে যেগুলোর কোনটাতে হইতোবা ইউজারের পছন্দ মাফিক র্যাম থাকলেও রোম স্টোরেজ কম থাকে , আবার কোনটাতে র্যাম রোম দুটোই পছন্দ মতো থাকলেও ক্যামেরার দিকে কিছুটা ঘাটতি থাকে আবার কোনটার হইতোবা ব্যাটারী কম থাকে আবার কোনটার সবকিছু ঠিক থাকলেও হইতো দাম সাধ্যের বাইরে থাকে । এই সকল সমস্যার কথা বিবেচনা করে দেশীও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে নিয়ে আসলো সর্বকালের সেরা বাজেট ফোন সাথে থাকছে ইউজারের চাহিদা মাফিক সকল ফিচার । যদিও এখন শুধুমাত্র অনলাইন প্রি-বুকিং চলছে এবং এই অনলাইন প্রি-বুকিং এ থাকছে ১ হাজার টাকার ডিসকাউন্ট ।
কথা বলছি ওয়াল্টনের আপকামিং স্মার্ট ফোন #waltonprimoh9pro কে নিয়ে । মাত্র ৮৪৯৯ টাকা বাজেটে বর্তমান বাজারে সেরা স্মার্টফোন এটিই । চলুন জেনে নিই কি কি ফিচার থাকছে এই ফোনে -
0 মন্তব্যসমূহ