-->

ads

How to stop all banglalink value added service

মোবাইলে টাকা রিচার্জ করছেন কিন্তু কথা বলার আগেই ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছ ! বাংলালিংক সিম ব্যবহারকারী অনেকেই এই সমস্যায় পড়েছেন । নির্দিষ্ট কিছু রিচার্জ এমাউন্ট আছে যেমন - ১৮,২৬,৩৬,৮৯ টাকা , আপনি এই ধরনের এমাউন্ট রিচার্জ করলেই ফাদে পড়ে যাবেন, আপনার অজান্তেই চালু হয়ে যাবে - Banglalink Islamic ivr , Banglalink call block service , Banglalink এর এমন আরো অনেক ভ্যালুএডেড সার্ভিস এবং মোবাইলের ব্যালেন্স হয়ে যাবে শূন্য । শুধু রিচার্জই না অনেক সময় এমন অনেক প্রোমোশনাল মেসেজ মোবাইলে আসে যেগুলো রিপ্লাই দিলেই টাকা খাওয়ার সব সার্ভিস চালু হয়ে যাবে ।


আপনি চাইলে ৩টি উপায়ে এধরনের টাকা খাওয়া সার্ভিস বন্ধ করতে পারেন । 

১. বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করে ( কল করার আগে অবশ্যই ব্যালেন্সে পর্যাপ্ত রিচার্জ করে নিন)

২. নির্দিষ্ট সার্ভিস সমুহের কোড ব্যবহ্যার করে ।

৩. মোবাইল থেকেই *১২১# ডায়াল করে কিছু স্টেপ ফলো করে (সম্পূর্ণ ফ্রি)

আসুন দেখ নেই কিভাবে আপনি নিজেই বাংলালিংক এর সকল টাকা খাওয়া সার্ভিস কিভাবে বন্ধ করবেন -

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ