-->

ads

দুর্গাপুজোর কেনাকাটায় নারীদের পছন্দের তালিকায় নতুন শাড়ি

বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপুজা । ২০২০ সালের ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর  বৃহস্পতিবার মহালয়ার এর মধ্য দিয়ে । ২০২০ সালের দুর্গাপুজো শেষ হবে ২৬ সেপ্টেম্বর সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে ।

দুর্গাপুজো মানেই চারিদিকে উৎসব মুখর পরিবেশ । বিশেষ করে বাঙালি নারীরা পুজোর দিন গুলোতে একটু সাজতেই বেশী পছন্দ করে । বরাবরের মতোই এবারও বাঙালি নারীদের পুজোয় কেনাকাটার তালিকায় শীর্ষে রয়েছে নতুন শাড়ি।

বাঙালি নারীদের পচ্ছন্দের শীর্ষে রয়েছে লাল পারের সাদা জামদানি শাড়ি । লাল পারের শাড়ি ছাড়া যেনো পুজোর সাজই হয় না । এক্ষেত্রে বাঙালি নারীরা জামদানি শাড়িই বেশি পছন্দ করে । তবে পছন্দের জামদানি শাড়িটি ঘরে নিতে বেশ ভালো টাকাই খরচা করতে হচ্ছে ।

বাজারের শাড়ীর দোকান গুলোতেই বেশী ভীড় লক্ষ করা যাচ্ছে। বেচা বিক্রি বেশী হওয়ায় বিক্রেতাদের মধ্যেও স্বস্তি দেখা যাচ্ছে । করোনার এই মহামারিতে আবার অনেকে ঘরে বসেই সেরে নিচ্ছেন তাদের পছন্দের কেনাকাটা । অনলাইনে নিরাপদেই পচ্ছন্দের জিনিস পেয়ে যাচ্ছে ক্রেতারা । অনলাইনে কেনাকাটা বর্তমান প্রেক্ষাপটে বেশ নিরাপদ এবং পচ্ছন্দের কেনাকাটায় পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ও । বরাবরের মতোই Amazon India ভারতীয় ক্রেতাদের জন্য তাদের ওয়েবসাইটে দুর্গাপুজো উপলক্ষী বাহারি ডিজাইনের শাড়ির সমারহ করেছে সাথে আছে সর্বোচ্চ ছাড়। 

শুধু শাড়িই নই নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটায় করতে পারবেন Amazon থেকে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ