প্রভাত সমাজ কল্যান সংস্থার ঢাকা জেলা কমিটি অনুমোদনঃ
"প্রভাত সমাজকল্যাণ সংস্থা" স্বেচ্ছাসেবী সংগঠন।একদল তরুণ যুবকদের সমন্বয়ে গঠিত সংস্থাটি বিগত ১১ বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় "প্রভাত ঢাকা জেলা"কমিটি অনুমোদন হওয়ার পর আজকে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং কেন্দ্রীয় সদস্যদের ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।ঢাকার তালতলা এলাকায় জব কেয়ার এর অফিসে রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হয়।
ঢাকা জেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেনকে কেক খাইয়ে দিচ্ছেন প্রভাত সমাজকল্যান সংস্থার কেন্দ্রিয় শাখার সভাপতি জনাব আমির হোসেন রাজু।
1 মন্তব্যসমূহ
2017 ford focus titanium -Tianium-arts.com
উত্তরমুছুন2019: We will make sure our oakley titanium sunglasses players will always be aware of titanium properties our buy metal online quality quality products. In this post, we nano titanium babyliss pro are going to look at the titanium price