-->

ads

বাংলাদেশে করোনা ভাইরাসে আরো ৩৯ জনের মৃত্যু হলো

আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই,ইংরেজী ২০২০ সাল, প্রতিদিনের মতো আজও দুপুর ২ঃ৩০ এ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয় । আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো - 

আজ ৭৯ টি পরিক্ষাগার থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে ।

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        = ১৩,৫৪৮ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       = ১২,৮৮৯ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা   = ৯,৯৩,২৯১ টি

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ২,৭৩৩ জন
 ( ২৪ ঘন্টায় নতুন শনাক্তের হার ২১,২০ শতাংশ )
 
* নতুন মৃত্যু হয়েছে       = ৩৯ জন
* নতুন করে সুস্থ হয়েছে = ১,৯৪০ জন
( শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৪৮ শতাংশ )   

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৯৬,৩২৩ জন।
( মোট শনাক্তের হার ১৯,৭৬ শতাংশ )  
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ২,৪৯৬ জন
( শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৭ শতাংশ )

* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ১,০৬,৯৬৩ জন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
----------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ১,৩৬,৯৯,৬২১ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৫,৮৬,৯৭৪ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ৮১,৫৭,৬৭৭ জন

করোনা রোগী আমাদেরই একজন , নিরাপদ শারীরিক দূরত্ত্ব বজায় রেখে সহযগীতা করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ