-->

ads

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বাইকের ইন্সুরেন্স বা বীমার প্রয়োজন নাই


সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দারুন সুখব পেলো মটরযান মালিকেরা । এখন থেকে মটরযানের জন্য তৃতিয় পক্ষের ইন্সুরেন্স বা বীমা না থাকলেও মামলা দেওয়ার কোনো বিধান থাকছে না । এ ব্যাপারে সড়ক পরিবহন কর্তৃপক্ষ লিখিত বিবৃতি প্রকাশ করেছে যার স্মারক নং - ৩৫.০৩.০০০০.০০৩.৩১.০২৬.১৯.২৬৫৫ । লিখিত বিবৃতিটি নিচে তুলে ধরা হলো -


লিখিত এ বিবৃতিটি পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং তৃতিয় পক্ষের ঝুঁকি বীমা না থাকলেও মামলা না দেওয়ার প্রসঙ্গে বলা হয়েছে । পূর্বের নিয়ম অনুযায়ী ২২৫ টাকার ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিলো ।যদিও এই ঝুঁকি বীমার আওতায় ক্ষতিগ্রস্ত মটরযান মালিকই কোন সুযোগ সুবিধা পেতো না । অপরদিকে রাস্তা ট্রাফিক পুলিশের কাছে এই ইন্সুরেন্স পেপার দেখাতে না পারলে ধরিয়ে দেওয়া হতো মামলার কাগজ ।

নতুন আইন অনুযায়ী থাকছে না মটরযানের তৃতীয় পক্ষের ঝুঁকি বীমার ঝামেলা , এক কথায় নতুন এ আইনকে মটর বাইক মেইলকেদের জন্য চমৎকার সুখবরই বলা চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ