-->

ads

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পাশবিক নির্যাতনকারী প্রধান আসামী গ্রেফতার

প্রবাদে আছে পাপ ছাড়ে না বাপকেও , নিজেদের অপকর্মের ভিডিও ধারন করেছিলো নিজেরাই । ভেবেছিলো ক্ষমতার দাপটে তাদের কিছুই হবে না । কিন্তু বিধি বাম ঘটনাটি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটলেও তার ১ মাস পর নিজেরদের করা অপকর্মের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়া । মূহুর্তেও তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশব্যাপী ।ঘটনার ভিডিও ফুটেজ দেখে ঠিক থাকতে পারেননি কেওই । স্যোশাল মিডয়াতেও সমালোচনার ঝড়। চুপ করে বসে থাকেনি পুলিশ প্রশাসন । ঘটান ভিডিও চিত্র দেখে শনাক্ত করা হয় আসামীদের । রোববার, ৫ অক্টবার রাত ১০টার দিকে আটক করা হয় ঘটনার মূল আসামিকে । 

এই ঘটনায় এখনও পর্যন্ত আটককৃত ২ জন হলেন রহমত উল্লাহ (৪১) এবং আব্দুর রহিম (২০) । নির্যাতিতা ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মোট দুটি মামলা করেন । যার মধ্যে একটি পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে । দুটি মামলাতেই মোট আসামি ৯ জন । 

মামলার এজাহারে ওই নারী উল্ল্যেখ করেন, তাঁর স্বামীকে বেঁধে রেখে আসামিরা ভুক্তোভুগী নারিকে ধর্ষণের চেষ্টা করে এবং নারীকে বিবস্ত্র করে চালায় পাশবিক নির্যাতন । উলঙ্গ করে নারীকে নির্যাতনের ঘটনাটি তারা মোবাইলের ভিডিও করে রাখে । পরবর্তিতে সেই  ভিডিও নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আসামীরা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো । অনৈতিক এ প্রস্তাবে রাজি না হওয়ায় তারা সেই ভিডিও নেটে ছেড়ে দেয় । 

নির্যাতনের ঘটনাটি এক মাস আগের হলাও নির্যাতিতা ওই নারী প্রাণ নাশের ভয়ে থানায় কোনো অভিযোগ নিয়ে আসেন নি , উল্টো নিজের বসত ঘরে তালা ঝুলিয়ে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন । তবে ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে কেঁপে ওঠে গোটা দেশ, পৈচাশিক ওই নির্যাতনের ভিডিও দেখেই দুই নির্যাতনকারিকে গ্রেফতাঁর করা হইয়েছে এরই মধ্যে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ